সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও চোরাচালানসহ সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদারের আহ্বান জানান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের সভাপতিত্বে এবং বিট পুলিশ সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মঈনুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আব্দুর রউফ, এডভোকেট সালেহ আহমেদ, পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আপ্তাব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য শুকুর আলী, আফছরনগর দারুল আকরাম ক্বাশেমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের সমাবেশ পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে এবং একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তাঁরা মদ ও জুয়ার মতো অপরাধ দমনে পুলিশের টহল কার্যক্রম জোরদারেরও আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ওসি জাহিদুল হক বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষায় শ্রীপুরবাজার ও মঙ্গলপুর বাজার এলাকায় শীঘ্রই পুলিশের টহল জোরদার করা হবে। বিশেষ করে মদ ও জুয়া বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।” তিনি আরও জানান, “থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় নিয়মিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হচ্ছে। এ উদ্যোগ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জমির আলী, শ্রীপুরবাজার স্ট্যান্ডের সভাপতি আরশ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মঙ্গলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কমর আলী, যুবদল নেতা আবু সুফিয়ান ও হাবিবুর রহমান প্রমুখ।

দোয়ারাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 9/09/2025 11:23:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.